নিজস্ব প্রতিনিধি..
মিরসরাইয়ে ১০ম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ নভেম্বর) উপজেলার ৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৮০ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়, আবুরহাট সরকারি প্রাথমিকও উচ্চ বিদ্যালয়, মারুফ মডেল প্রাথমিকও উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, আবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্ল্যাহ খাঁন, পরীক্ষা সচীবও সাহেবদীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক সুভাষ সরকার, মিরসরাই উপজেলা স্বেচ্চাসেবী সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, আশার আলো ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজ বিন আলী, বিজলী ক্লাবের পৃষ্ঠপোষক মাইনুল ইসলাম, আলা উদ্দিন আলো, বাবলু মিয়া, সাবেক সভাপতি মঞ্জুর আলম মঞ্জু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্ল্যাহ আল মামুন রণি, ক্লাবের বর্তমান সভাপতি ইমাম উদ্দিন, সাধারন সম্পাদক আকবর হোসেন প্রমুখ।