মিরসরাইয়ে ২৫ জুলাই থেকে ভোটার হালনাগাদ শুরু

নিজস্ব প্রতিবেদকঃ

সারা দেশের ন্যায় চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আগামী ২৫ জুলাই থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। ভোটার তালিকা হালনাগাদের কাজ ৯ আগস্ট পর্যন্ত চলবে । ২০১৮ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ হবে এবং যেসব নাগরিক যোগ্য হওয়ার পরও বিভিন্ন কারণে ভোটার হতে পারেননি কেবলমাত্র তাদের ভোটার করা হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন জানান, সুষ্ঠু ও নির্ভুল ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে সংশ্লিষ্টদের নিদেশনা দেওয়া হয়েছে। ভোটার হতে প্রয়োজন হবে -বাড়ির হল্ডিং ট্যাক্সের রশিদ, জন্মনিবন্ধনের অনলাইন কপি, এস.এস.সি বা সমমানের সার্টিফিকেট, পিতা -মাতার ভোটার আইডি কার্ড এবং ইউপি চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্র।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*