মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে যুক্ত হল বেপজা

 

ফিরোজ মাহমুদ..
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ভেতরে আলাদা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনে সংশ্লিষ্ট দুই সরকারি কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল’ বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

বেজার চেয়ারম্যান পবন চৌধুরী ও বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিবুর রহমান খান এমওইউতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ এসময় উপস্থিত ছিলেন।

সমঝোতা অনুযায়ী, আলাদা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের একহাজার ১৫০ একর জমি বেপজা পেয়েছে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ৮টি ইপিজেড নির্মাণ করেছে বেপজা। আগামী দুই বছরের মধ্যে মিরসরাইয়ে ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল’ও পুরোপুরি প্রস্তুত হবে।

বেজা ৩০ হাজার একরের বেশি জমি নির্বাচন করেছে মিরসরাইতে, যেখানে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বেশ কয়েকটি সরকারি-বেসরকারি ও বিদেশি প্রতিষ্ঠান এর মধ্যেই এগিয়ে এসেছে।

এক নজরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল

আয়তন

১১৫০ একর

মোট প্লটের সংখ্যা

৮০০ থেকে ৮৫০

প্রত্যাশিত শিল্প সংখ্যা

৩০০ থেকে ৩৫০

প্রতাশিত বিনিয়োগ

৪০০০ থেকে ৪৫০০ ডলার

প্রত্যাশিত কর্মসংস্থান

৪ থেকে ৫ লাখ

প্রকল্পের সময়সীমা

দুই বছরের মধ্যে বিনিয়োগ উপযোগী

অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, এতোদিন দেশ-বিদেশি বেসরকারি বিনিয়োগকারীরা বেজার শিল্পাঞ্চলে আগ্রহ দেখিয়েছে। জি টু জির ভিত্তিতেও কয়েকটি শিল্পাঞ্চল নির্মাণাধীন।

“এবার সরকারের এমন একটি সংস্থার সঙ্গে বেজা যুক্ত হল, যাদের এধরনের কাজের অভিজ্ঞতা আগে থেকেই রয়েছে।”

এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, শিল্পাঞ্চল প্রতিষ্ঠায় সরকারি দুই প্রতিষ্ঠানের যৌথ এই উদ্যোগ সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন মাত্রা যোগ করেছে। নতুন এই শিল্পাঞ্চল প্রতিষ্ঠায় দ্রুততার সঙ্গে কাজ করতে হবে।

১৫ বছরের মধ্যে দেশে পরিকল্পিতভাবে একশটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নিয়ে মাত্র দুই বছর আগে যাত্রা শুরু করেছে বেজা।

ইতোমধ্যেই ১৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন ও চারটি বেসরকারি প্রতিষ্ঠানকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বেজা।

এছাড়া সরকারি উদ্যোগে মোংলা অর্থনৈতিক অঞ্চল, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলসহ আরও কয়েকটি প্রকল্পের কাজ এগিয়ে চলছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*