‘মিরসরাই ইকোনমিক জোনে নিরাপত্তার দিকে বেশি জোর দিচ্ছি’-বেজা চেয়ারম্যান

চট্টগ্রাম অফিস…
মিরসরাই ইকোনমিক জোন এলাকায় যাতে কোনো পক্ষই প্রভাব বিস্তার করতে না পারে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
এই সচিব বলেন, ‘আমি সবচেয়ে বেশি জোর দিচ্ছি এই ইকোনমিক জোনের নিরাপত্তায়। এই জায়গাটার নিরাপত্তা এবং যেকোনো ধরণের প্রভাব বিস্তার যাতে না হয় সেদিকে। কোনো পক্ষ থেকেই যেন প্রভাব বিস্তার করা না হয়। এটি নিশ্চিত করা গেলে দেশি-বেদেশি বিনোয়গকারীরা তাদের অধিক নিরাপদ মনে করবেন। ফলে প্রত্যাশার চেয়েও বেশি বিনিয়োগ হবে এখানে।’

রোববার সকালে নগরীর রেডিসন ব্লু চিটাগাং বে ভিউতে অনুষ্ঠিত ‘ইকোনমিক জোনগুলোত বিনিয়োগ আকৃষ্টকরণ বিষয়ক সেমিনারে’ সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। সেমিনারে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন ও চট্টগ্রাম চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি মাহবুবুল আলম।

পবন চৌধুরী আরও বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় ইকোনমিক জোন হচ্ছে মিরসরাই ইকোনমিক জোন। ৩০ হাজার একর জমির উপর এই ইকোনমিক জোন স্থাপন হচ্ছে। সেই জোনের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ফোর লেন সংযোগ সড়ক হচ্ছে। সঙ্গে মেরিন ড্রাইভ সড়ক-যেটা কক্সবাজার পর্যন্ত যাচ্ছে সেটি এই জোনের সঙ্গে সংযুক্ত হচ্ছে। এবং আমরা ১২শ কোটি টাকা ব্যয়ে আমাদের জোন ঘেঁষে যে সমুদ্র উপকূল আছে সেখানে পানি উন্নয়ন বোর্ড, নেভি ও চায়না হারবারকে দিয়ে আমরা সাড়ে ১৮ কিলোমিটারের আরেকটি মেরিন ড্রাইভ নির্মাণ করছি। সেখানে এসমস্ত অবকাঠামোগত সুবিধা ছাড়াও অভ্যান্তরিন যেসব সড়ক নির্মাণ করা হচ্ছে সেগুলো সবগুলোই ফোর লেন হবে।’

‘এছাড়া ২৯২ কোটি টাকা ব্যয়ে এই ইকোনমিক জোনে আমরা গ্যাস পাইপ লাইন স্থাপন করছি। এটি কর্ণফুলী গ্যাস সরবরাহ প্রতিষ্ঠান তৈরি করছে এবং কলকারখানায় পানি নিরাপত্তা জোরদারের জন্য আমরা ফেনী নদীর দুটি শাখা নদী থেকে পাঁচটি সরোবর তৈরি করছি। যা প্রতিটি ১০০ থেকে ১২৬ একরের হবে। সেগুলোর নামকরণও ইতিমধ্যে করা হয়েছে। আমরা এ বছর শুধুমাত্র এই ইকোনমিক জোনেই সবমিলিয়ে ২ হাজার ৬০০ কোটির কাজ করবো।’ বলেন বেজার চেয়ারম্যান।

তিনি আরও বলেন, ‘বিনিয়োগ বললেই বিনিয়োগ হয়না। তাই অন্যান্য অবকাঠামোগত সুবিধাও নিশ্চিত করতে হবে। এজন্য আমরা ফোর হার্ন্ডেড্র কেবির বিদ্যুৎ লাইনও এখন বাস্তবায়ন করতেছি। সঙ্গে নিরাপত্তা ও কোনো ধরণের প্রভাব বিস্তার যাতে না হয় সেদিকে নজর দিচ্ছি। সবকিছিু বাস্তবায়ন হলে প্রত্যাশার চেয়েও বেশি বিনোয়াগ হবে এখানে।’

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*