মিরসরাই ইকোনোমিক জোনে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পল্লী বিদ্যুতের ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) বিকেলে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে তার মৃত্যু হয়। নিহতের নাম খাইরুল ইসলাম সবুজ (৩৩)। তিনি উপজেলার ১২ নম্বর খৈইয়াছরা ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের গোলবক্স মিস্ত্রি বাড়ির মৃত আবুল বশরের পুত্র। তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক। সে চট্টগ্রাম পল্লী বিদ্যুত সমিতি-৩ এর নিবন্ধিত ইলেক্ট্রিশিয়ান এবং ইউনিয়ন যুবলীগের সদস্য ও পোলমোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য। সোমবার রাত ৮ টায় উপজেলার বড়তাকিয়া বাজারের আফরোজা গার্ডেনের সামনে তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, নিহত সবুজ মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে জেনেরেটরের বিদ্যুত লাইন সঞ্চালনের সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। তিনি নিজের ব্যক্তিগত জেনেরেটর দিয়ে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে বিদ্যুত সরবরাহের কাজ করতেন।
খৈইয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কাজ করা সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে খাইরুলের মৃত্যু হয়। পারিবারিকভাবে খাইরুলের পরিবার খুবই অস্বচ্ছল।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*