মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন চেয়ারম্যানের দাফন সম্পন্ন


নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। বুধবার (০৬ ফেব্রুয়ারি) রাত ৭টা ১০মিনিটে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে তিনি মারা যান।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বাদে আসর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাযার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, করেরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সিরাজ।

জানাযায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মহিউদ্দিন রাশেদ, মোঃ নুরুল হুদা, উত্তর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
তিনি করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামের মরহুম আবু বকরের পুত্র। দেলোয়ার হোসেন ২০০৩ সালের মার্চ থেকে করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন। এরপর একটানা দায়িত্ব পালন করেন ২০১৫ সাল পর্যন্ত।


তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিরসরাইয়ের সাবেক সাংসদ এমএ জিন্নাহ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম।


পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্তান্ত ছিলেন তিনি। ভারতের চেন্নাইতে ও চিকিৎসা করিয়েছেন ক্যান্সারের। সর্বশেষ গত তিন দিন ধরে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালের আইসিইউতে ছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*