
নিজস্ব প্রতিনিধি
মিরসরাই কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বিকালে উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন শাহিনের স্বাক্ষরিত বিবৃতীতে কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মুহাম্মদ নাজমুল হোসাইনকে আহ্বায়ক ও একরাম হোসাইন রায়হানকে যুগ্ম আহ্বায়ক করে তিন মাসের জন্য ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক আরশে আজিম শিবলু, আল নাহিয়ান আবীর, মো. সালমান হোসাইন নয়ন, সদস্য শাহনেওয়াজ নিশাত ও মো. জাহিদুল ইসলাম শাকিল।
মিরসরাই উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন শাহিন বলেন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী তিন মাসের জন্য ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।