মিরসরাই ট্র্যাজেডি- ফুলের শ্রদ্ধায় নিহতদের স্মরণ করলো স্বজনরা


মুহাম্মদ ফিরোজ মাহমুদঃ

স্মৃতিস্তম্ভ আবেগ ও অন্তিমে ফুলের শ্রদ্ধায় মিরসরাই ট্র্যাজিডিতে নিহতদের স্মরণ করলো স্বজনরা। মঙ্গলবার (১১ জুলাই) সকালে নিহত শিক্ষার্থীদের স্মরণে বিশেষ প্রার্থনা, শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ, স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধাজ্ঞাপন, শোকর‌্যালী, স্মৃতিচারণ সভা সহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়।
মঙ্গলবার সকালে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের সামনে স্থাপিত স্মৃতিস্তম্ভ আবেগ এর দেওয়ালে লাগানো আদরের সন্তানের ছবি ধরে অঝোরে কাঁদতে থাকেন নিহত শিক্ষার্থী তারেক হোসেনের পিতা জয়নাল আবেদীন, নয়ন চন্দ্র শীলের মা লিলিমা শীল। মিরসরাই ট্র্যাজিডির ষষ্ঠ বছর পরও আদরের সন্তানের এভাবে চলে যাওয়াকে ভুলতে পারছেননা স্বজনরা। শুধু তারেক কিংবা নয়ন নয় মঙ্গলবার আবেগ ও অন্তিমে এসে কাঁদেন নিহতদের আত্মীয়-স্বজন।
নয়ন চন্দ্র শীলের মা লিলিমা শীল কাঁদতে কাঁদতে বলেন, ১ ছেলে আর ২ মেয়ে নিয়ে আমার সংসার। আমার কলিজার টুকরা বেঁচে থাকলে আজ বিশ বছরের যুবকে পরিণত হতো। হাল ধরতো পরিবারের। কিন্তু আদরের সন্তানকে হারানোর মধ্য দিয়ে হারিয়ে গেছে সব স্বপ্ন। আমার মতো এভাবে যেন আর কোন মায়ের বুক খালি না হয়।

তারেক হোসেনের বাবা জয়নাল আবেদীন বলেন, আমার ছেলের বয়সী কাউকে দেখলে মনে পড়ে যায় তারেকের কথা। সে বেঁচে থাকলে এতোদিনে অনেক বড় হয়ে যেতো। যখনি সময় পায় আবেগের সামনে এসে বসি। আবেগে আমার ছেলের সাথে আরো ৪৫ জনের ছবি লাগানো আছে। যেখানে আমি ছেলেকে দেখতে পায়। ছেলের ছবির উপর হাত বুলিয়ে ছেলেকে আদর করি। মনে হয় ছেলে আমার সাথে কথা বলছে। কথাগুলো বলার সময় অঝোরে কাঁদতে থাকেন তিনি।

মঙ্গলবার সকালে আবুতোরাব উচ্চ বিদ্যালয়, আবুতোরাব প্রাইমারী স্কুল, আবুতোরাব ফাজিল (¯œাতক) মাদরাসা, প্রফেসর কামালউদ্দিন চৌধুরী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ, শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু করে। মিরসরাই ট্র্যাজেডি উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শ্রেণী কার্যক্রম ও অর্ধ সাময়িক পরীক্ষা স্থগিত রাখে। আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আবেগ থেকে শোকর‌্যালী বের হয়ে আবুতোরাব বাজার পদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের হল রুমে নিহতদের স্মরলে স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাঃ মোঃ ইসমাইল খান। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য গোলাম সরোয়ারের উপস্থাপনায় ও সভাপতি মুহাম্মদ আজম খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া আহমেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী। অন্যানের মাঝে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চেয়ারম্যান কবির নিজামী, জাহাঙ্গীর হোসাইন মাস্টার, সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক, উপজেলা স্বেচ্চাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হাসান। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নিহতদের স্বজন, রাজনৈতিক নেতৃবর্গ উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ সভা শেষে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নিহতদের ছবি সংবলিত ক্রেস্ট নিহতদের স্বজনদের নিকট হস্তান্তর করেন।
স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ ও ‘অন্তিম’ এ ফুলের শ্রদ্ধাজ্ঞাপন করেন উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, আবুতোরাব উচ্চ বিদ্যালয়, মায়ানী ইউনিয়ন পরিষদ, মঘাদিয়া ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সংগঠন।

স্মৃতিচারণ সভায় বক্তারা নিহতদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি এমন দুর্ঘটনা যাতে আর কখনো না ঘটে সেজন্য সামাজিক সচেতনতার প্রতি গুরুত্ব দেন। ১১ জুলাইকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবী জানানো হয়।

সেদিন যা ঘটেছিল :
২০১১ সালের ১১ জুলাই মিরসরাই স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা শেষে ফেরার সময় শিক্ষার্থীদের বহনকারী একটি পিকআপ বড়তাকিয়া-আবুতোরাব সড়কের পাশের একটি ডোবায় উল্টে যায়। যেখানে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ৩৪ জন, প্রাইমারী স্কুলের ৪ জন, আবুতোরাব ফাজিল মাদ্রাসার ২ জন, প্রফেসর কামালউদ্দিন চৌধুরী কলেজের ২ জন শিক্ষার্থী ছিলো। এছাড়া একজন অভিভাবক ও দু’জন ফুটবলপ্রেমীও মারা যায়। এক অভিভাবক, ২জন ফুটবলপ্রেমী যুবক সহ ৪৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে রচিত হয় মিরসরাই ট্র্যাজেডি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*