নিজস্ব প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬শে মার্চ ২০১৮ রোজ সোমবার মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কর্মুসূচীর আয়োজন করে প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ। চিকিৎসা সেবা প্রদান করেন মিরসরাইয়ের ০৫ জন বিশেষজ্ঞ ডাক্তার ডাঃ মোঃ শওকত আলী (হৃদরোগ, মেডিসিন ও বাতজ্বর বিশেষজ্ঞ), ডাঃ মোঃ আনোয়ারুল আজিম (নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ), ডাঃ জেসমিন আক্তার (গাইনী ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ), ডাঃ মামুনুর রশীদ চৌধুরী (চক্ষু বিশেষজ্ঞ) ও ডাঃ প্রদীপ কুমার নাথ (সার্জারী বিশেষজ্ঞ)।
প্রায় ৮০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। তাছাড়া দরিদ্র রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। উক্ত কর্মসূচীর সার্বিক তত্ত্বাবধান করেন প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ ইসমাইল খান।
