মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বাহক যাচাই ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ( ৮ মে) মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের আয়োজনে, রোটারি ক্লাব অব চিটাগাং এর সহযোগিতায় ‘থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র বাংলাদেশ’ কর্তৃক বিদ্যালয়ে থ্যালাসেমিয়া বাহক যাচাই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে থ্যালাসেমিয়া বাহক যাচাইয়ের লক্ষে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর রক্ত সংগ্রহ করা হয়। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক এ বছর থ্যালাসেমিয়া দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত, সন্তান থাকবে থ্যালাসেমিয়া মুক্ত”।

বাহক যাচাই ক্যাম্প উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।

মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক মইনুল ইসলাম মাহমুদ, রোটারি ক্লাব অব চিটাগাং এর সম্মানিত প্রেসিডেন্ট শহীদুল্লাহ চৌধুরী, থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র বাংলাদেশ এর প্রধান ফিজিশিয়ান (অবৈতনিক) প্রফেসর ডাঃ মাহমুদ এ চৌধুরী আরজু, শিশুরোগ বিশেষজ্ঞ আনোয়ারুল আজিম, থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আশীষ ধর, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক প্রবাল ভৌমিক, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হোসাইন সবুজ সহ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সদস্যগণ।
প্রধান অতিথি জনাব অধ্যাপক ডা. মো. ইসমাইল খান তাঁর বক্তব্যে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনসাধারণের সচেতনতাই আমাদের সমাজকে থ্যালাসেমিয়া মুক্ত করতে প্রধান ভূমিকা পালন করতে পারে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*