মিরসরাই পৃথক ঘটনায় স্কুল ছাত্র ও বৃদ্ধের মৃত্যু


নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার বড় কমলদহ রূপসী ঝর্ণায় পা পিছলে পড়ে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক পথচারী প্রাণ হারিয়েছেন।
উপজেলার জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বড়–য়া জানান, বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র বিজয় দাস গতকাল বিকেলে বন্ধুদের সাথে নিজ এলাকার বড় কমলদহ রূপসী ঝর্ণা এলাকায় বেড়াতে যায়। সেখানে সে পাহাড়ী পথ বেয়ে উঠার সময় পা পিছলে পড়ে ঝর্ণার পনিতে তলিয়ে যায়। বন্ধুরা সন্ধ্যা পর্যন্ত খোঁজ করেও তার হদিস না পেয়ে পরিবারকে খবর দেয়। এরপর পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে যায়। রাত ১০ টা নাগাদ বিজয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনা জানতে পেরে ১৫ নং ওয়াহেদপুর ইউপি চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ নিহতের বাড়িতে ছুটে যান । বিজয় দুই ভাইয়ের মধ্যে ছোট। রাতেই বিজয়ের শেষকৃত্য সম্পন্ন হয়।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরায় দুর্ঘটনায় এক পথচারি মারা গেছেন। তার নাম কামাল উদ্দিন ( ৫৫)। রবিবার দুপুরে মিঠাছরা বাইপাস এলাকায় সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত ব্যক্তি পার্শ্ববর্তী ফুড লাভার্স হোটেলের ম্যানেজার। স্থানীয় মিঠাছরা জেনারেল হাসপাতালের জরুরী অপারেটর রোজিনা আক্তার জানা, কামাল উদ্দিনকে ট্রাকে ধাক্কা দেবার পর এলাকার লোকজন এখানে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ী উপজেলার জনার্দনপুর গ্রামে।
এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*