
নিজস্ব প্রতিনিধি
মিরসরাই পৌরসভায় মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার ( ২ মার্চ) সকালে মিরসরাই থানা এলাকায় ঔষধ প্রয়োগের মাধ্যমে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র গিয়াস উদ্দিন।
এসময় মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, পৌর সচিব সমর কান্তি চাকমা, কাউন্সিলর জহির উদ্দিন, নূর নবী, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
মিরসরাই পৌর সচিব সমর কান্তি চাকমা জানান, পৌরসভার নিজস্ব অর্থায়নে মশা নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। পৌর এলাকার অর্ন্তভূক্ত সকল স্থানে মশা নিধন ঔষধ প্রয়োগ করা হবে। এই কার্যক্রম মশার উৎপাত না বন্ধ হওয়া পর্যন্ত চলবে।