
নিজস্ব প্রতিনিধি
মিরসরাই পৌরসভার আওতাধীন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতাভোগীদের মাঝে বহি বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ মে) বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইটি বিশেষজ্ঞ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব রহমান রুহেল।
পৌর কাউন্সিলর মোঃ নুর নবীর উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, পৌর সচিব সমর কান্তি চাকমা, কাউন্সিলর শাহানা আক্তার, মোঃ জহির উদ্দিন, নুরুল মোস্তফা, জয়নাল আবেদীন, কোব্বাত আহমদ, মোঃ রহিম উল্ল্যাহ ও উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক নুরুল আবছার সেলিম, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আল ফায়াত সংগ্রাম। এসময় ১’শ ১১ জন সুবিধাভোগীর মাঝে বহি বিতরণ করা হয়।