মিরসরাই পৌরসভায় ১ হাজার শ্রমিক ও দুঃস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ


নিজস্ব প্রতিনিধি
মিরসরাই পৌরসভার রেস্টুরেন্ট শ্রমিক, পরিবহন শ্রমিক, নাপিত, হতদরিদ্র ও অসহায়-দুঃস্থ ১ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরন করেছে মিরসরাই পৌরসভা। রবিবার (১ আগষ্ট) সকালে পৌর মেয়র ও মিরসরাই পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন কর্মসূচীর উদ্বোধন করেন।
জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান ‘কঠোর বিধিনিষেধ’ এর মধ্যে কর্মহীন হয়ে যাওয়া রেস্টুরেন্ট শ্রমিক, পরিবহন শ্রমিক, নাপিত, হতদরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবারগুলো সীমাহীন দূর্ভোগে দিনাতিপাত করছেন। হতদরিদ্র পরিবারগুলোর প্রতি মানবিক সহায়তা হিসেবে মিরসরাই পৌরসভা চাউল বিতরণের কার্যক্রম করেন।
মিরসরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন বলেন, করোনা ভাইরাসের শুরু থেকে মিরসরাই পৌরসভা বিভিন্ন পর্যায়ের শ্রমিক, হতদরিদ্র ও দুঃস্থ পরিবারগুলোর পাশে ছিলো। তারই অংশ হিসেবে পৌরসভার আওতাভুক্ত রেস্টুরেন্ট শ্রমিক, পরিবহন শ্রমিক, নাপিত, হতদরিদ্র ও অসহায় দুঃস্থ ১ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরন করা হয়েছে। আগামীতেও এই সহায়তা কর্মসূচী চালু থাকবে বলে জানান তিনি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*