নিজস্ব প্রতিনিধি
হাটহাজারী থানায় মন্দির ভাংচুর ও সহিংসতার ঘটনায় মিরসরাইয়ে বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। সোমবার (১৭ অক্টোবর) রাতে মিরসরাই পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক ফকির আহম্মদ (৬০), যুগ্ম আহবায়ক মোঃ জাহিদ হুসাইন (৩০) ও বিএনপি নেতা নজরুল ইসলাম (৩৫)।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) সাইদ হোসেন বলেন, আটককৃত বিএনপি নেতাদের বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী থানায় একটি মামলা রয়েছে সেজন্য গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে তাদের হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এস আই) আকরাম হোসেন বলেন, গত ১৩ তারিখে হাটহাজারী এলাকায় মন্দির ভাংচুর সহ সহিংসতার ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিলো। তাদের আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
