
নিজস্ব প্রতিনিধি
স্বেচ্চাসেবী সংগঠন প্রচেষ্টা ছাত্র পরিষদের উদ্যোগে মিরসরাইয়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান।
অনুষ্ঠানে প্রচেষ্টা ছাত্র পরিষদের সভাপতি রাজিব পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, মিরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইন সবুজ, প্রচেষ্টা ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অনুপ দাশ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাফর ইকবাল, পরিচালক পারভেজ রবি সহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রচেষ্টা ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অনুপ দাশ জানান, প্রথম ধাপে মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় ও মিরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ৪০জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পরবর্তীতে উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়, বিশ্বদরবার উচ্চ বিদ্যালয়, খইয়াছরা উচ্চ বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর মাঝেও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।