মিরসরাই প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ

মিরসরাই প্রেসক্লাবের ইফতার মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে । শুক্রবার (১৬ জুন) মিরসরাই সদরস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলী, উপজেলা নির্বাহি অফিসার জিয়া আহমদ সুমন, মিরসরাই সার্কেলের এএসপি মাহবুবুর রহমান, মিরসরাই থানার ওসি সাইরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম, ইছাখালি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক নুরুল মোস্তফা, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিন, মিরসরাই ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ডা. জামসেদ আলম, মিরসরাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আবসার, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভুঁইয়া, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনজুর কাদের চৌধুরী,

মিরসরাই পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাফর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা সিরাজ উদ দৌলা, মানবাধিকার কমিশন মিরসরাই উপজেলার সভাপতি নুরুল আলম, মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সাধারন সম্পাদক আবদুল হাশিম চৌধুরী, মিরসরাই পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি আলা উদ্দিন, মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতিও শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিন, মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপক বদরুল আলম জোসেফ, স্বেচ্ছাসেবী সংগঠন দীপ জ্বেলে যাই’র সভাপতি আনিচ মোর্শেদ, ব্যবসায়ী নজরুল ইসলামসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের পূর্বে এসে শুভেচ্ছা জানিয়ে চলে যান আওয়ামীলীগ নেতা মীর্জা জসিম উদ্দিন, কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম। ইফতার মাহফিলে মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, সহ-সভাপতি বিপুল দাশ, সাধারন সম্পাদক নুরুল আলম, যুগ্ম-সাধারন সম্পাদক এনায়েত হোসেন মিঠু, অর্থ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, প্রচার সম্পাদক মাঈন উদ্দিন, ক্রীড়া সম্পাদক এম আনোয়ার হোসেন, সদস্য সুজন চন্দ্র মন্ডল, আশরাফ উদ্দিন, আজিজ আজহার, সাদমান রহমান সময়, বাবলু দেসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাসহ তরুন সমাজকর্মী ও শিল্প সাহিত্য কর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিলের শুরুতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আইয়ুব আলী। এসময় মিরসরাই ও পুরো দেশের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*