
:::নিজস্ব প্রতিবেদক:::
মিরসরাই উপজেলা এলাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের প্রতিষ্ঠান মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত সভায় ক্লাবের কর্মকান্ডের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যোগদান করেছেন ৬ সাংবাদিক।
তারা হলেন, চলমান মিরসরাই এর সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহাদাৎ হোসেন চৌধুরী, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, সিভয়েস মিরসরাই থানা প্রতিনিধি ফিরোজ মাহমুদ, চাঁটগাঁর বাণীর মিরসরাই প্রতিনিধি আজমল হোসেন, সিভয়েস জোরারগঞ্জ থানা প্রতিনিধি রাহাত আব্দুল্লাহ ও চলমান মিরসরাই এর নিজস্ব প্রতিবেদক সাফায়েত মেহেদি।
যোগদান অনুষ্ঠানে শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, সাংবাদিকদের মাদার সংগঠন প্রেসক্লাব। মিরসরাই এলাকায় আমাদের অগ্রজরা ১৯৯৩ সালে ‘মিরসরাই প্রেসক্লাব’ নামে এ সংগঠনের প্রতিষ্ঠা করেন। এখন আমরা সাংবাদিকদের ঐক্য প্রতিষ্ঠা করতে প্রথম ধাপ পাড়ি দিলাম। আমি প্রত্যাশা করবো এখনো আমাদের যেসকল সহকর্মী মিরসরাই প্রেস ক্লাবের বাহিওে আছেন তারাও বৃহত্তর ঐক্যের স্বার্থে আমার সাথে একমত হবেন।
ওইদিন প্রেসক্লাবের নির্বাচনকালীন আহবায়ক ও ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ ওয়াজিউল্যাহ, হেদায়েত উল্ল্যাহ চৌধুরী, কামাল উদ্দিন বিটু, ক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, সাবেক সহ-সভাপতি বিপুল দাশ, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম, সাধারণ সদস্য খালেদা বেগম লুৎফা, এনায়েত হোসেন মিঠু, আবু সাঈদ ভূঁইয়া, এম মাঈন উদ্দিন, রাজু কুমার দে, এম আনোয়ার হোসেন, মুহাম্মদ দিদারুল আলম, সুজন মন্ডল, আজিজ আজহার, বাবলু দে ও সাদমান সময়।