মিরসরাই প্রেস ক্লাবে সাহিত্যিক কাইয়ুম নিজামীর সাহিত্য আড্ডা


নিজস্ব প্রতিনিধি

মিরসরাই প্রেস ক্লাবে মহাকবি কাইয়ুম নিজামীর রচিত মহাকাব্য ও কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মহাকবি কাইয়ুম নিজামী।


এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, প্রেসক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, মাজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোজাহের হোসেন চৌধুরী সোহেল, প্রেস ক্লাবের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক আজিজ আজহার, প্রকাশনা সম্পাদক আজমল হোসাইন, সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন।
এসময় সম্প্রতী রচিত মহাকাব্য ‘কবিতায় আল কুরআনের আলো’ ও ‘আমেনা মায়ের কোলে’ কাব্যগ্রন্থ প্রেসক্লাবের নেতৃবৃন্দের হাতে তুলে দেন মহাকবি কাইয়ুম নিজামী।
প্রসঙ্গতঃ কাইয়ুম নিজামী মিরসরাই উপজেলার সাহেরখালী গ্রামে জন্ম গ্রহণ করেন। পেশায় তিনি একজন শিক্ষক। ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত হন। মুক্তিযুদ্ধের শুরুতে হরিণা ক্যাম্পে সংগঠক হিসেবে কাজ করেন পরে দেরাদুনে ট্রেনিং শেষে মুক্তিযুদ্ধে অংশ নেন।
২০১৭ সালে ডিসেম্বর মাসে তিনি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কবি সম্মেলনে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি এশিয়ার বিভিন্ন দেশ সফর করেন।
তিনি মূলত কথা সাহিত্যিক এ পর্যন্ত তাঁর প্রকাশিত উপন্যাসের সংখ্যা ৭০টি, কাব্য গ্রন্থ-১০টি, মহাকাব্য-৫ টি। মহাকাব্যের মধ্যে রয়েছে কবিতায় আল কুরআনের আলো, আমেনা মায়ের কোলে, হাজার কবিতায় বঙ্গবন্ধু, টুঙ্গি পাড়ায় জন্ম তোমার, কন্যার নাম শেখ হাসিনা।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*