মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

নিজস্ব প্রতিনিধি…
‘একটি জাতির যদি মেয়েদের শিক্ষিত করা যায় সে জাতির সবাই শিক্ষিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারীর ক্ষমতায়ন হচ্ছে। শিক্ষিত জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। শিক্ষিত জাতি দ্বারা দেশ এগিয়ে যাবে। আমরা নারী শিক্ষাকে এগিয়ে নিতে চায়। বর্তমান সরকার নারী শিক্ষার জন্য কাজ করছে। মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় ভবন একতলা বিশিষ্ট হওয়ার কথা ছিলো। সেটি এখন চার তলা ভবন হবে। এখন থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন চার তলা বিশিষ্ট হবে। চার তলা করে ভবন হলে শ্রেণী কক্ষের আর সংকট হবে না। শিক্ষার্থীরা স্বাছন্দে শ্রেণী কক্ষে বসে পড়ালেখা করতে পারবে। প্রধানমন্ত্রী সম্প্রতি মন্ত্রিসভায় সিদ্ধান্তটি নিয়েছেন।’ শনিবার (১ এপ্রিল) বিকেলে মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন।

 

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিম উদ্দিনের সঞ্চালনায় ও পরিচালনা পরিষদের সভাপতি আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী (ইউএনও) জিয়া আহমেদ সুমন, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার চক্রবর্তী, নুরুল মোস্তাফা চেয়ারম্যান, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল মোস্তফা মানিক, মাজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোজাহের চৌধুরী সোহেল, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য হাফেজ দেলোয়ার হোসেন, কবির আহমদ, মনোয়ারা বেগম, ঠিকাদার মো: আরিফ প্রমুখ।

গণপূর্তমন্ত্রী আরো বলেন, ‘সারা দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল মিরসরাইতে হচ্ছে। ৩৫ হাজার একর জমিতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে। যেখানে ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে বলেও তিনি মন্তব্য করেন।’

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*