মিরসরাই সদর ইউনিয়নের ইউপি সদস্য বাহার বিদেশী পিস্তল, রিভলবার, ওয়ান শুটারগানও ৭ রাউন্ড গুলিসহ র‌্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিনিধি…

মিরসরাইয়ে ইউপি সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব সদস্যরা। ওই ইউপি সদস্যের নাম মীর হোসাইন বাহার। আটককৃত বাহার উপজেলার ৯ নম্বর মিরসরাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আজ বুধবার (১৪ জুন) ভোর সাড়ে তিনটার সময় র‌্যাব-৭ এর একটি দল তাকে মিরসরাই সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আবুনগরের নিজ বাড়ি থেকে আটক করে।
র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের লেঃ কর্ণেল শাফায়াত জামিল ফাহিম জানান, বুধবার ভোর সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই ইউনিয়নের ইউপি সদস্য মীর হোসাইন বাহারকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এসময় তার বাড়ি তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ৭ টি মামলা রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে দ্রæত মিরসরাই থানায় হস্তান্তর করা হবে।

মিরসরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার ভোর রাতে বাহারের মাও বোন ছুটে এসে জানায় র‌্যাব বাহারকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এসময় আমি ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই র‌্যাব-৭ এর একটি দল তার ঘর তল্লাশী চালিয়ে কয়েকটি আগ্নেয়াস্ত্রও বুলেট উদ্ধার করেছে। এর কিছুদিন আগেও বাহার মাদকদ্রব্য আইনে গ্রেফতার হয়েছিলো। এছাড়া তার বিরুদ্ধে মাদকাসক্তি, মানুষের সাথে দূর্ব্যবহার ও নেশাগ্রস্ত অবস্থায় পরিষদে আসাসহ একাধিক অভিযোগ থাকাতে তাকে পরিষদের ইউপি সদস্য পদ থেকে বহিস্কারের প্রক্রিয়া চলমান রয়েছে।
Share this:

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*