মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশে পুলিশের উপর হামলার গ্রেপ্তার-২


নিজস্ব প্রতিনিধি…
মিরসরাইয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করতে গেলে সন্ত্রাসী হামলায় আহত হন মিরসরাই থানার এক এসআইসহ দুই পুলিশ সদস্য।
এই ঘটনায় আহত মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে মিরসরাই থানায় ৯ জনের নাম উল্লেখপূর্বক এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা (নম্বর-১০) দায়ের করেন।
শনিবার রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ২ আসামীকে গ্রেপ্তার করে। তারা হলো মিরসরাই সদর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শাহ আলম ও মোহাম্মদ সেলিম।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের চট্টগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা অলিউল ইসলাম জানান, মামলার ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদেরকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হবে।
উল্লেখ্য, শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার সময় উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামে ২০ বছরের চেক প্রতারণার সাজাপ্রাপ্ত আসামী হকসাবকে গ্রেপ্তার করতে গেলে স্থানীয় মসজিদের মাইকে পুলিশ সদস্যদেরকে ডাকাত বলে মাইকিং করার পর সন্ত্রাসী হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়। আহতরা হলেন মিরসরাই থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম পিপিএম, কন্সটেবল হাসনাত ও আনসার সদস্য মুজিবুর রহমান।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*