মিরসরাই সমিতি ওমান’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি
মিরসরাই সমিতি ওমানের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানী মাস্কাটের বাঙ্গালী অধ্যুষিত এলাকা হামরিয়ার একটি রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। দুস্থ মানবতার সেবায় কাজ করে যাওয়া সমিতিটি ইতিমধ্যেই দেশ ও দেশের বাহিরে বেশ সুনাম অর্জন করেছে সংগঠনটি
ইতিমধ্যেই সমিতির পক্ষ থেকে ওমানে অসহায় শ্রমিকদের কে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে বেশ সুনাম অর্জন করেছে। বিগত বছর গুলোতে সমিতির পক্ষথেকে অসহায় ও অভাবী মেয়দের যৌতুক বিহীন বিবাহ ও অর্থের অভাবে যারা চিকিৎসা করতে পারছেনা এমন অসহায়দের সহযোগিতা করে দেশের ভিতরও বেশ সুনাম অর্জন করেছে।


সংগঠনের সভাপতি মোহাম্মদ রিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনির সঞ্চলনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মুসা। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা সহিদ হোসেন, দাউদ হোসেন, মুহাম্মাদ এনাম ও সমিতির সিনিয়র সদস্যবৃন্দ। সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রিয়াদ হোসেন তার বক্তব্যে সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি তার বক্তব্যে সবাইকে ওমানের আইন কানুন মেনে চলার অনুরোধ করেন।


অনুষ্ঠানে ওমানি অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ওমান সেনাবাহিনীর সিনিয়র অফিসার মাহার। মাহার তার আলোচনায় বাংলাদেশী দের ভূয়সী প্রশংসা করে বলেন, ওমানে আজ সব থেকে বেশি বাংলাদেশী বসবাস করছে। তবে বেশিরভাগ বাংলাদেশী না জেনে ভুল ভাবে দেশ থেকে ফ্র্রি ভিসায় ওমানে এসে দুর্বিসহ জীবন যাপন করছে, তিনি সবার উদ্যোশে বলেন দেশ থেকে নতুন যারা ওমানে আসতে চায়, তারা যেন কাজ জেনে দক্ষতা অর্জন করে এবং ফ্রি ভিসায় না এসে কোম্পানির ভিসায় ওমানে আসে। এছাড়া সমিতির সহ সভাপতি ইউনুস ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল হক।
উল্লেখ্যঃ ইতিমধ্যে মিরসরাই সমিতি ওমানের পক্ষ থেকে ওমানে বিভিন্ন দুর্ঘটনায় আহত প্রবাসীদের চিকিৎসার ব্যয়, মৃত্যু প্রবাসীদের দেশে পাঠাতে টিকেট প্রদান, দেশের বিভিন্ন মসজিদের উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান, অসহায় মেয়েদের যৌতুক বিহীন বিবাহ দেওয়া সহ সমাজের বিভিন্ন সামাজিক কাজে বেশ অবদান রেখেছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*