মুক্তিযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন

এয়াছির আরাফাতঃ

মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন কে সংবর্ধনা দিয়েছেন মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। গতকাল বুধবার (১২ জুলাই) বেলা ১১টায় মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনায় শতশত মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা অংশ নেয়।

সম্প্রতি পদোন্নতি পেয়ে নোয়াখালী জেলায় বদলি হয়েছেন মিরসরাইয়ের সর্বস্তরের মানুষের মনে জায়গা করে নেয়া সরকারের এই কর্মকর্তা। ইতিপূর্বে মিরসরাইয়ের প্রায় শতাধিক সামাজিক সংগঠনের উদ্যোগেও একটি অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয় উপজেলার সদ্য বিদায়ী সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিনকে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদের সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যন ইয়াসমিন আক্তার কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবুল হাসিম, চেয়ারম্যন ও মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ূন, সাবেক চেয়ারম্যান ও যুদ্ধকালীন উপজেলা ডিপুটি কমান্ডার জাফর আহমদ চৌধুরী, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, কাটাছরা ইউনিয়নের কমান্ডার মাষ্টার রফিকুজ্জামান, মুক্তিযোদ্ধা হাজী আবুল বশর, সহকারী কমান্ডার ফজলুল করিম, সহকারী কমান্ডার এম.এম কামাল পাশা প্রমুখ।

বক্তারা বলেন, একজন সরকারী কর্মকর্তা যখন নিঃস্বার্থভাবে কোন রকম সুযোগ না নিয়ে মুক্তিযোদ্ধাদের এবং তাদের পরিবারকে সহায়তা করেন, তখন ওই সরকারী কর্মকর্তাকে সংবর্ধনা দেয়া অনিবার্য হয়ে যায়। তারা বলেন, মিরসরাইয়ে ১হাজার ৮ শত ভাতাভোগী মুক্তিযোদ্ধা আছেন। তাদের প্রত্যেকের কাছ থেকে যদি প্রতিমাসে ভাতা প্রদানের সময় ১শত টাকারও সুবিধা গ্রহণ করতেন তাহলে সমাজসেবা কর্মকর্তা মাসে ১লাখ ৮০হাজার টাকা ইনকাম করতে পারতেন। কিন্তু কোন মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের সন্তানরা কেউ বলতে পারবেন না, জসিম উদ্দিন কোন দিন এই সুযোগ নিয়েছেন।

সংবর্ধনার জবাবে সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন সকল মুক্তিযোদ্ধার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের দোয়া কমনা করেন। উল্লেখ্য জসিম উদ্দিন নোয়াখালি জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক হিসাবে পদোন্নতি পেয়ে সম্প্রতি বদলি হয়েছেন।###

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*