নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে “মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী” মেলায় মিরসরাই প্রেসক্লাবের স্টলে শিক্ষার্থীদের ঢল নেমেছে। মিরসরাই প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ও সেবা আধুনিক হাসপাতালের সহযোগীতায় স্টলে ফ্রি ব্লাড ও ডায়াবেটিক পরিক্ষা ক্যাম্পিং এর আয়োজন করা হয়েছে।
স্টলে মঙ্গলবার (২২ মার্চ) সকালে থেকে শিক্ষার্থীদের ফ্রি ব্লাড পরিক্ষার উপচেপড়া ভিড় দেখা গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ১শ জন শিক্ষার্থীরক্তের গ্রুপ পরিক্ষা করেছে।
মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম জানান, বর্তমানে যেকোনো কাজেই রক্তের গ্রুপ ও ডায়াবেটিক পরিক্ষার প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানেনা। এজন্য মেলায় রক্তের গ্রুপ পরিক্ষা ও ডায়াবেটিক পরিক্ষার ফ্রী ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে।