মুশফিকুরকে পেছনে ফেলছেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক..

সবকিছু ঠিক-ঠাক থাকলে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টুয়েন্টি টুয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। টস করতে নামলেই, টি-২০ ফরম্যাটে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচ নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়বেন ম্যাশ। ফলে পেছনে পড়ে যাবেন মুশফিকুর রহিম।
২৩টি করে টি-২০ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়ে এখন সমান-সমান মাশরাফি ও মুশফিকুর। আগামীকাল অধিনায়ক হিসেবে নিজের ২৪তম ম্যাচে নেতৃত্ব দিবেন ম্যাশ। তার নেতৃত্বে টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি জয়ের স্বাদও পেয়েছে বাংলাদেশ। ৯টি ম্যাচে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন মাশরাফি। এখানেও মুশফিকুরকে পেছনে ফেলেছেন ম্যাশ। ৮ ম্যাচে মুশির নেতৃত্বে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।
এদিকে, আগামীকাল আরও একটি মাইলফলকও স্পর্শ করবেন মাশরাফি। বাংলাদেশের পঞ্চম খেলোয়াড় হিসেবে টি-২০তে ৫০তম ম্যাচ খেলতে নামবেন তিনি।
বাংলাদেশের হয়ে টি-২০তে নেতৃত্ব দেয়া অধিনায়করা :
অধিনায়ক ম্যাচ জয় হার টাই পরিত্যক্ত জয় শতাংশ
মাশরাফি বিন মর্তুজা (২০১৪-২০১৬) ২৩ ৯ ১৩ ০ ১ ৪০.৯০
মুশফিকুর রহিম (২০১১-২০১৪) ২৩ ৮ ১৪ ০ ১ ৩৬.৩৬
মোহাম্মদ আশরাফুল (২০০৭-২০০৯) ১১ ২ ৯ ০ ০ ১৮.১৮
সাকিব আল হাসান (২০০৯-২০১০) ৪ ০ ৪ ০ ০ ০.০০
শাহরিয়ার নাফীস (২০০৬-২০০৬) ১ ১ ০ ০ ০ ১০০.০০।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*