মুশফিকের ‘ভিন্ন’ উদযাপনের রহস্য

ক্রীড়া টাইমস…

হাতে সেই কয়েন উঁচিয়ে ধরেছেন মুশফিকহাতে সেই কয়েন উঁচিয়ে ধরেছেন মুশফিক
বাউন্ডারি হাকিয়ে সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম। তারপর উদযাপনের পালা। ছোট্ট একটা লাফ দিয়ে, ব্যাট উঁচিয়ে ধরলেন তারপর জড়িয়ে ধরলেন সাকিব আল হাসানকে। না, এখানেই উদযাপন শেষ নয়। তারপর আসল উদযাপন।
সেটা কীভাবে?
সাকিবকে জড়িয়ে ধরার পর পরই পকেট হাতড়াতে লাগলেন মুশফিক। অবশেষে পেয়েও গেলেন তা। পকেট থেকে সেই জিনিস বের করে দেখালেন ড্রেসিংরুমের দিকে। মুখে দুষ্টুমির হাসি।
কিন্তু সেঞ্চুরি পর কী দেখালেন মুশফিক? কেন দেখালেন, কাকেই বা দেখালেন? অনেকে বলছেন ওটা ছিল একটা কয়েন, অনেকে বলছেন আংটি। আসলে কী?
চা বিরতির সময় রহস্যের জাল খুললেন নিজেই। বললেন, সেটা ছিল একটা কয়েন।
নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে যখন খেলা থেকে দূরে ছিলেন, তখনকার এক ঘটনা। মুশফিকের পকেট থেকে একদিন একটা কয়েন পড়ে গিয়েছিল মাটিতে। সামনে থাকা তামিম ইকবাল সেটি কুড়িয়ে মুশফিকের হাতে তুলে দিতে দিতে বলেন, ‘কয়েনটা পকেটে রেখে দিয়েন। এটা পকেটে রাখলে রান পাবেন।’
দুষ্টুমিটা বুঝেও মুশফিকের পাল্টা প্রশ্ন ছিল, ‘এটা রাখলে রান পাব মানে! কেন?’ তামিম বিষয়টাকে আরো রহস্যময় করে তুলে বলেছিলেন, ‘পকেটে রেখেই দেখেন না, রান পাবেন…।’
তামিমের কথা বিশ্বাস করেছিলেন কি না কে জানে, তবে আজ সেই কয়েন পকেটে নিয়েই মাঠে নেমেছিলেন মুশফিক। রান তো পেলেনই, দুর্দান্ত খেলে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরিটাও পেয়ে গেলেন বেসিন রিজার্ভেই। পাশাপাশি দলের সেরা জুটির রেকর্ড গড়লেন। গড়লেন নিউজিল্যান্ডের বিপক্ষে যে কোনো জুটির সর্বোচ্চ সংগ্রহ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*