নিজস্ব প্রতিনিধি
২০১৭ সালে ৮ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে উম্মে মেহরিন লুবাবা। সে মিরসরাই উপজেলার তিনঘরিয়াটোলা বাহার চৌধুরী নুরীয়া দাখিল মাদ্রাসা থেকে ৮ম শ্রেণী পরীক্ষায় অংশগ্রহন এই ফলাফল অর্জন করেছে। তার পিতার নাম আনোয়ার হোসাইন, মাতা বিবি মরিয়ম। লুবাবা ভবিষ্যতে একজন ভালো চিকিৎসক হতে ইচ্ছুক। এজন্য সকলের দোয়া কামনা করেছেন লুবাবা।
