রক্তের বন্ধনে মিরসরাইয়ের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক…

মিরসরাইযে স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘রক্তের বন্ধনে মিরসরাই’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হেেয়ছে। বুধবার (১২ এপ্রিল) জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন। রক্তের বন্ধনের মিরসরাই’র সভাপতি কাউসার মাহমুদের সভাপতিত্বে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রফেসর ডাঃ জামশেদ আলম।

মো. নাছির উদ্দিনের সঞ্চলনায় সহকারি কমিশনার (ভূমি) কায়সার খসরু, সমাজ সেবা কর্মকর্তা জমিস উদ্দিন, মিরসরাই প্রেসকাবের সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, সাধারণ সম্পাদক নুরল আলম, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা অনুষ্ঠান শেষে চট্টগ্রাম সিটিজি ব্ল্যাড ব্যাংকে সদস্য কল্যান দাশকে ৪৮ বছর বয়সে সর্বোচ্চ ৯৭ ব্যাগ রক্তদানকারী এবং রক্তের বন্ধনে মিরসরাই সংগঠনের উপদেষ্ঠা সুজন মন্ডলকে ৩৫ বছর বয়সে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ ব্যাগ রক্তদানকারী হিসেবে সম্মামনা দেয়া হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম, সীতাকুন্ড, বোয়াখালী, ছাগলনাইয়া, খাগড়াছাড়ি থেকে স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের উদ্যোক্তা সুজন মন্ডল জানান, ‘রক্তের বন্ধনে মিরসরাই’ সংগঠনের সদস্যরা এক সময় বিচ্ছিন্ন ভাবে অসুস্থ মানুষকে রক্ত দিয়ে সহযোগীতা করত। রক্তদানের বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে এবং কাজের সুবিধার্থে স্বেচ্ছা সেবক ফরহাদ মাহমুদ কাওসার, রনি, মিনহাজ, ইমন, মেহেদী, নাজমুল, রিয়াদ, শাওন আবির ও শাকিল ২০১৫ সালে ১২ এপ্রিল একত্রিত হয়ে একটি সংগঠন করে। দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকিতে সংগঠনের সদস্য সংখ্যা এখন ৫০ জন। ওরা সবাই বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*