রমনার বুকে নাড়ীর টানে জেগে উঠেছে একখন্ড করেরহাট

নিজস্ব প্রতিবেদক…
ঢাকাস্থ করেরহাটবাসীর ফেসবুক গ্রুপ ‘হৃদয়ে করেরহাট ঢাকা’ আয়োজনে ২১ ফেব্রুয়ারি ২০১৭ খ্রিঃ পড়ন্ত বিকালে রাজধানীর রমনা পার্কে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি যেন ঢাকাস্থ করেরহাটবাসীর মিলনমেলায় রূপ নিয়েছিল।
একই মাটিতে জন্ম নেয়া, একই আলো-বাতাসে বেড়ে উঠা মানুষগুলো ইট-পাথরের এই শহরে যুগ যুগ ধরে বসবাস করছে, অথচ অনেকের সাথে অনেকের সাথে অনেকের নুন্যতম পরিচয়টুকুও ছিল না। অতি কাছের মানুষগুলো কাছে থেকেও যেন এতদিন ছিল অনেক দূরে।কালকের এই মাহেন্দ্রক্ষণে কাছের মানুষগুলোকে কাছে পেয়ে অনেকেই একদিকে আবেগে আপ্লুত হয়ে পড়ে, অন্যদিকে অনেককিছু পাওয়ার আনন্দে যেন উদ্বেলিত হয়ে উঠে। লেখক, সাংবাদিক, প্রকৌশলী, ব্যবসায়ী, চাকুরীজীবি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের এই মিলনমেলায় সবাই যেন প্রাণ খুলে অনেকদিন কথা বলার সুযোগ পেল।
উল্লেখ্য, অনেক সিনিয়র ভাইয়েরা যখন জুনিয়রদের বলছিল, “তোমাদের তো অনেক ছোট দেখেছি”, প্রতিউত্তরে জুনিয়র’রাও কম বলেনি-আক্ষেপের সাথে বলেছে, ” আমরা আজীবন আপনাদের কাছে ছোট থাকবো নাকি ?”

আপন বাসভূমি করেরহাট হতে প্রায় ৩০০ কিলোমিটার দূরে রাজধানীতে বসবাসকারী করেরহাটবাসীর মধ্যে হৃদ্যতা/পারস্পরিক বন্ধন আরো সুদৃঢ় করার প্রত্যয়ে, একে অপরের বিপদে-আপদে এগিয়ে আসা কিংবা সুখ-দুঃখগুলো শেয়ার করার লক্ষ্যে, সর্বোপরি হৃদয়ে আপন নিবাস করেরহাট’কে ধারণ করে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আগামী দিনগুলোতে ভ্রাতৃত্বের সোপান গড়ে তোলার প্রত্যয় ঘোষনা করা হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*