রাইভ্যাল সোলজার্সের দুর্বার শিরোপা জয়

ক্রীড়া প্রতিবেদক

মিরসরাইয়ের সাড়া জাগানো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘দুর্বার প্রগতি সংগঠন’এর ডিপিএল এর মাসব্যাপী ফাইনাল উৎসব গত ২৬ অক্টোবর মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে শুরু হয়। সমগ্র উপজেলার ১৬০ জন নিবন্ধিত তারকা ফুটবলার শিরোফা জয়ের লড়াইয়ে ৮টি দলে অংশ নেয়। লীগ পর্যায়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে আয়োজনের কোন কমতি ছিলনা। অংশনেয়া দল গুলোর মধ্যে যেমন ছিল উত্তেজনা- তেমনিভাবে দর্শকরাও ছিল বাড়তি আমেজে। প্রতিদিনকার খেলা দেখতে আসা দর্শকরা কেউ নিয়ে আসছেন বাঁশি, ভুভুঁজেলা, প্লেকার্ড, পেস্টুন, সাথে ব্যান্ড পার্টির বাজনা সহ আরো কত কি। সমর্থিত দলের জয়োল্লাসে আকাশে একেরপর এক উঠছিল আতশবাজি। সুমুধুর ধারাভাষ্যের সাথে বেজে উঠছে ডিপিএল থিমসং- ‘দুর্বার দুর্বার প্রিমিয়ার লীগ-উৎসবের আমেজে প্রিমিয়ার লীগ’। বর্ণিল সাজে সাজানো মাঠ। পতপত করে উঠছে ৮ দলের পতাকা। এসব আয়োজন শুধু দুর্বার এর ডিপিএলকে ঘিরে।


গত ৮ ডিসেম্বর ছিল এ টুর্নামেন্টর শিরোফা নির্ধারণী ম্যাচ। শ্বাসরুদ্ধকর সে ম্যাচে তুমুল প্রতিন্ধিতায় অারিফুল ইসলামের মালিকানাধীন রেসি রেইঞ্জার্সকে টাইব্রেকারে ৭-৬(৮) গোলে পরাজিত করে সাইদুল ইসলামের মালিকানাধীন রাইভ্যাল সোলজার্স ডিপিএল শিরোপা জয় করে নেয়। শিরোফা নির্ধারণী ম্যাচের পর পুরস্কারর বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারি-নুরুল আনোয়ার চৌধুরী বাহার, বিশিষ্ট সাংবাদিক দৈনিক অাজাদীর পত্রিকার ফিচার সম্পাদক নাট্যকার প্রদীপ দেওয়ানজী, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট, পটিয়া অঞ্চল, চট্টগ্রামের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মো.কামরুল ইসলাম চৌধুরী, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, বিশিষ্ট সাংবাদিক চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ-সম্পাদক দেবদুলাল ভৌমিক, বিশিষ্ট নজরুল গবেষক চট্টগ্রাম রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড.মুহাম্মদ কামাল উদ্দিন, জোরারগঞ্জ মহিলা কলেজের সভাপতি রাশেদা আক্তার মুন্নি ও মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হুদা। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা মিশকাতের রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান মো. সাইফ উদ্দীন।

এ সকল অতিথিবৃন্দ তাদের বক্তব্যে- ‘গ্রামীণ জানপদের এ প্রত্যন্ত জনপদে ফুটবলকে ঘিরে দুর্বারদের নান্দনিক আয়োজন উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ক্রীড়ার শুদ্ধ চর্চায় বর্তমান প্রজন্ম সুন্দর-সুস্থ জীবনের পথে অনেকটা এগিয়ে যাবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।’ সবশেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলেদেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী সোহেল আনোয়ার চৌধুরী, ব্যবসায়ী ও সমাজসেবক শহীদুল ইসলাম শামীম, পাক্ষিক খবরিকার সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, শিক্ষানুরাগী তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, শিক্ষানুরাগী সাইফুল ইসলাম, রাজনীতিবিদ নিজাম উদ্দীন, উদ্যোক্তা সৈয়দ আহমদ, শিক্ষক প্রফুল্ল কুমার নাথ, স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন,সাংবাদিক এম. মাইন মাঈন উদ্দিন, সাংবাদিক এম আনোয়ার, সাংবাদিক বাবুল দে, ব্যবসায়ী মেজবাহ উদ্দীন, ছাত্রনেতা জিল্লুর রহমান, সংগঠনের ক্রীড়া সম্পাদক আহাদ উদ্দীন, ডিপিএল আয়োজক কমিটির সদস্য সচিব জিয়া উদ্দীন বাবলু সহ দুর্বারের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। খেলা পরিচালনা করেন ডিপিএল আয়োজক পরিষদের আহবায়ক মহিবুল হাসান সজীব, ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইমতিয়াজ বাবু ও সদস্য সৃজন পাল। ধারাভাষ্যে ছিলেন সৈকত চৌধুরী, নাহিদুল আনসার ও শাখাওয়াত হোসেন রনি।


লীগ পর্যায়ের এ টুর্নামেন্টে অন্য দলগুলো হল-আশিষ দাশ (ডায়নামিক ওয়ারিয়র্স), রিপন কুমার দাশ ( ইউনিক ফাইটার্স) ফরহাদ উদ্দীন (এ্যারোলাইট ফাইটার্স), মির্জা মিশকাতের রহমান ( ব্রাদার্স ইউনাইটেড), বেলাল হোসেন (পাস্তোরাল চ্যালেঞ্জার্স), মেহেদী হাসান জিকু (লায়ন হার্টেড)।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*