রানের খাতা খুললেই ১০ হাজার

ক্রীড়া প্রতিবেদক…

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নামার আগে দারুণ এক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকতে হচ্ছে টাইগার ওপেনার তামিম ইকবালকে। শনিবার (২৫ মার্চ) প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্যারিয়ারে আর মাত্র ১ রান করলেই তামিম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন।
বাংলাদেশের ক্রিকেটার হিসেবে তিন ফরমেটে ব্যক্তিগত রান সংগ্রাহকের দিক দিয়ে তামিম শীর্ষে। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরমেটে তামিমের বর্তমান রান ৯৯৯৯। লঙ্কানদের বিপক্ষে রানের খাতা খুললেই ১০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হয়ে যাবেন এই বাঁহাতি ওপেনার।
সাদা পোশাকে তামিম ৪৯ ম্যাচ খেলে করেছেন ৩ হাজার ৬৭৭ রান। ওয়ানডেতে তার নামের পাশে এখন পর্যন্ত ৫ হাজার ১২০ রান। আর টি-টোয়েন্টিতে তামিমের রান ১২০২।
টেস্টে টাইগার এই ওপেনারের রয়েছে ৮টি সেঞ্চুরি আর ২২টি হাফসেঞ্চুরি। ওয়ানডেতে রয়েছে ৭টি শতক আর ৩৪টি অর্ধশতক। টি-টোয়েন্টিতে একটি শতকের পাশাপাশি রয়েছে চারটি অর্ধশতক।
প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্যারিয়ারে আরও আগেই ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। এখন অপেক্ষা আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০ হাজার রানের।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*