নিজস্ব প্রতিনিধি
রোটারী ক্লাব অব চিটাগং এলিট’স এর উদ্যোগে প্রজন্ম মিরসরাই এর সার্বিক সহযোগীতায় সাধারণ মানুষকে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। সোমবার (৩০ আগষ্ট) মিরসরাই উপজেলার মিঠানালা অলিফকিরহাট বর্ণমালা একাডেমীতে সারা দিন ব্যাপী ২৫০ জন মানুষ কে স্বাস্থ্য সেবা ও ৩০০ মানুষ কে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে রোটারী ক্লাব অব চিটাগং এলিট এর সভাপতি মঞ্জুরুল ইসলাম রায়হানের সভাপতিত্বে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন সাবেক এসিসট্যান্ট গভর্ণর চিটাগং মানবিক হাসপাতালের প্রতিষ্ঠাতা রোটারিয়ান আমিনুল হক বাবু।
প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন প্রজন্ম মিরসরাই এর উপদেষ্টা রোটারিয়ান ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজন্ম মিরসরাই এর পৃষ্টপোষক বিশিষ্ট নারী উদ্যোক্তা রুহি মোস্তফা, রোটারী ক্লাব অব চিটাগং এলিট এর সাধারন সম্পাদক দিদারুল ইসলাম রোটারী ক্লাব অব চিটাগং এলিট এর অর্থ সম্পাদক মনির হাসান তমাল, প্রজন্ম মিরসরাই এর পরিচালক তানভীর হোসেন চোধুরী তপু, আজীবন সদস্য সাফি চোধুরী, মিঠানালা রাম দয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল আলম, প্রজন্ম মিরসরাই এর সভাপতি নুপুর দাশ, সিনিয়র সহ সভাপতি সাজেদুল করিম আসাদ, সহ- সভাপতি মো: মহসিন, শাহাদাত হোসেন, স্বাস্থ্য সেবা ক্যাম্প এর আহবায়ক জুয়েল দাশ, সাধারন সম্পাদক ইমাম হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রহিম উদ্দিন, সাজিদ হাসান নকিব, মিনহাজ উদ্দিন, স্বাস্থ্য ক্যাম্প এর সচিব আজগর আলী আসিফ, সাখাওয়াত হোসেন, ইমাম উদ্দিন, সোলেমান অন্তর, মমিনুল ইসলাম শরীফ, মোজাম্মেল জনি,নাইম, আকিব, এমরান, সাধীন, শাহীন, আরাফাত সানজিদ, রায়হান, রিদয় নাথ প্রমুখ।
