রোহিঙ্গাদের জন্য ত্রাণে পুলিশি বাঁধা : মিরসরাই বিএনপি নেতা শাহীদুল ইসলাম চৌধুরীর নিন্দা

নিজস্ব প্রতিবেদক

গনহত্যা থেকে জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে বুধবার ত্রাণসামগ্রী বিতরণের কথা ছিল বিএনপির।
তবে পুলিশি বাধার মুখে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় থেকে ত্রাণবাহী ২২টি ট্রাক বের হতে পারেনি বলে অভিযোগ উঠেছে।

গণমাধ্যমের কাছে লিখিত বিবৃতিতে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে এমপি পদপ্রার্থী ও জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য, উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহীদুল ইসলাম চৌধুরী।

বিবৃতির মাধ্যমে জানা যায়, ২২টি ত্রাণবাহী ট্রাক কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় থেকে বের হওয়ার সময় পুলিশ আটকে দেয়। ত্রাণবাহী ট্রাকে রোহিঙ্গাদের জন্য চাল, ডাল, চিড়া, চিনি, তেল, খাবার পানি, ঘরের ওপরে ছাউনি দেয়ার পলিথিন ছিল। এর আগে রোহিঙ্গাদের ত্রাণ দেয়ার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃতে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল সেখানে পৌঁছে। প্রতিনিধি দলে আরো রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*