রোহিঙ্গাদের সাহায্যার্থে মিরসরাই উপজেলা কওমী মাদ্রাসা ত্রাণ কমিটি গঠিত, আপনিও অংশ নিন

নিজস্ব প্রতিনিধি

রোহিঙ্গাদের সাহায্যার্থে মিরসরাই উপজেলা কওমী মাদ্রাসা ত্রাণ কমিটি গঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) ১১ সদস্য বিশিষ্ট রোহিঙ্গাদের সাহায্যার্থে মিরসরাই উপজেলা কওমী মাদ্রাসা ত্রাণ কমিটি গঠণ করা হয়। ওই কমিটির মাধ্যমে আপনিও রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী বিতরণে আর্থিকভাবে সহায়তা করতে পারবেন। এতে আহবায়ক করা হয় আবুরহাট মনিরুল ইসলাম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা শহীদুল ইসলামকে।
এছাড়া যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত করা হয় জামালপুর মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা নেয়ামত উল্ল্যাহ, তেমুহানী আজিজিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা জমির উদ্দিন, কোষাধ্যক্ষ নয়দুয়ারিয়া ইউনুসিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা জাফর উল্ল্যাহ, সদস্য পূর্ব মায়ানী মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল হালিম, মস্তাননগর ওসমানিয়া নুরানী মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আলম, মিরসরাই নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা সাইফুল ইসলাম, কাজিরহাট মাদ্রাসার শিক্ষা সচীব মাওলানা রিদোয়ান, ওয়ার্লেস মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শোয়াইব, দুর্গাপুর ফয়েজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল হান্নান, কাজিগ্রাম মহিউসুন্নাহ মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা হাফেজ ইউনুচকে।
রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী বিতরণে আপনি আর্থিকভাবে সহায়তা করতে চাইলে অথবা বিস্তারিত জানতে চাইলে আপনার এলাকার কওমী মাদ্রাসাসমূহের পরিচালক, সহকারি পরিচালক ও ত্রাণ কমিটিতে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া যোগাযোগ করতে পারেন মিরসরাই উপজেলা কওমী মাদ্রাসা ত্রাণ কমিটির আহবায়ক আবুরহাট মনিরুল ইসলাম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা শহীদুল ইসলাম (০১৬১৫৫৭০১০৫), কোষাধ্যক্ষ নয়দুয়ারিয়া ইউনুসিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা জাফর উল্ল্যাহ (০১৮১৯৪১৫৩৩০), সদস্য মিরসরাই নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা সাইফুল ইসলাম (০১৮১৫৫৮৬৮৩২) এর সাথে।
মিরসরাই উপজেলা কওমী মাদ্রাসা ত্রাণ কমিটির আহবায়ক আবুরহাট মনিরুল ইসলাম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা শহীদুল ইসলাম জানান, মিরসরাই উপজেলার সকল কওমী মাদ্রাসার পরিচালক ও সহকারী পরিচালকদের একাত্বতা পোষণের মাধ্যমে রোহিঙ্গাদের সাহায্যার্থে ত্রাণ কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান উদ্দেশ্যে হলো ধর্মপ্রাণ মুসলমান ও উপজেলার সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষার্থী ও শুভাকাঙ্খীদের কাছ থেকে আর্থিক অনুদান সংগ্রহ করে নির্যাতিত রোহিঙ্গা শরনার্থীদের মাঝে সুষ্ঠভাবে বন্টন করা।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*