রোহিঙ্গা শরণার্থীদের মাঝে নাহার এগ্রো গ্রুপের ত্রাণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক

মিয়ানমার থেকে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ দিয়েছে দেশের শীর্ষ স্থানীয় পোলট্রি ও ডেইরী শিল্প প্রতিষ্ঠান নাহার এগ্রো গ্রুপ। সোমবার (১৮ সেপ্টেম্বর) উখিায়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক ট্রাক ত্রাণ পাঠানো হয়েছে। ত্রাণের মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, চিনি, সুজি, শিশু খাদ্য, মুড়ি, চিড়া, বিস্কুট, লবন ও ওরস্যালাইন। এছাড়া ৫শ পিচ টিশার্ট বিতরন করা হয়েছে। নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রকিবুর রহমান টুটুলের পক্ষে ত্রাণ কার্যক্রমে সমন্বয়কের দায়িত্ব পালন করেন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ সামছুদ্দোহা। এসময় আরো উপস্থিত ছিলেন তানজীব জাওয়াদ রহমান, গ্রুপের ডিজিএম আবদুল্লাহ হারুন, ওয়াহিদুর রহমান, আতাউস সামাদ, ডঃ এরশাদুল ইসলাম মামুন সহ কর্মচারী, কর্মকর্তাবৃন্দ।

গ্রুপের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ সামছুদ্দোহা বলেন, ‘আমরা ব্যাক্তিগত ও সমষ্টিগতভাবে যার যার অবস্থান থেকে এগিয়ে এলে অসহায় মানুষদের কষ্ট একটু লাঘব হবে। নাহার গ্রুপ অদুর ভবিষ্যতে আরও সাহায্য পাঠানোর ইচ্ছা প্রকাশ করেন।’

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*