শান্তিনীড় মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিলো দুই হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক…

মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় মেধাবৃত্তি পরীক্ষা  সোমবার ( ১৯ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে। উপজেলার ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় প্রায় দুই হাজার পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। দুইটি উপজেলা, ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ১০ম শ্রেনীর শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করে।

এ সময় পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলী, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র প্রার্থী ভিপি নিজাম উদ্দিন, র‌্যাব কর্মকর্তা মাঈন উদ্দিন, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসাইন সবুজ, নিবার্ণ সংঘের সভাপতি তানভীন, শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, সহ-সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, নুরুল করিম, সবুজ কুমার সেন, মৃদুল কান্তি দাশ, আরিফ মাঈন উদ্দিন, ফজলুল করিম, রিশাদ প্রমুখ।
মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় ও বারইয়ারহাট শিশু নিকেতন কেন্দ্রে একযোগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১১টা ১৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২টা ৫৫ মিনিটে।

সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল জানান, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১০ম বারের মতো শান্তিনীড় মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপজেলার প্রায় ১৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তিনি সুষ্ঠুবাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সরকারি কর্মকতা, শিক্ষক, অভিবাবক, সাংবাদিকসহ সকল শুভাকাঙ্কিকে ধন্যবাদ জানান।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*