শান্তিরহাট সানফাওয়ার গ্রামার স্কুলের ১ যুগপূর্তি উৎসব

নিজস্ব প্রতিনিধি…

গৌরবের এক যুগ পার করলো মিরসরাইয়ের শান্তিরহাটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সানফাওয়ার গ্রামার স্কুল। যুগপূর্তি উপলক্ষ্যে গতকাল দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। কেক কেটে যুগপূর্তি উদ্যাপনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ। স্কুল পরিচালনা পরিষদের নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন রানার সার্বিক নির্দেশনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের চেয়ারম্যান উত্তম কুমার শর্মা।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, ৪নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর ভূঁইয়া, ২নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হারুন, মহাজনহাট কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত উল্লাহ রিপন, আওয়ামীলীগ নেতা সোনা মিয়া মেম্বার, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, সমাজ সেবক ব্যবসায়ী আলহাজ্ব মহসিন আলী, কাউন্সিলর আতা উল্লাহ, মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন, সিনিয়র শিক্ষক হোছাইন সবুজ।

 

দ্বিতীয় পর্বে সাংবাদিক ইলিয়াছ রিপন ও নব জাগরণ প্রতিনিধি শ্রাবন্তী চৌধুরীর যৌথ সঞ্চালনায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। এতে নৃত্য ও সংগীতে অংশ নেয় ওস্তাদ সাগর সেন, আরিব, অর্পিতা নাথ প্রাপ্তি, অন্তু, ফারজানা, প্রান্ত, বৈশাখী চক্রবর্তী, সাদিয়া সুলতানা জয়া, ফারিয়া, কায়সার আহমেদ, নিলিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন গুণীজন সংবর্ধনা, সরকারী বৃত্তিপ্রাপ্তদের অনুদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*