শিক্ষার্থীদের ৯দফা দাবি মেনে নেয়ায় মঘাদিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দ মিছিল

মুহাম্মদ ফিরোজ মাহমুদ, মিরসরাই

মিরসরাই উপজেলা মঘাদিয়া ইউনিয়নের নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এক আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মঘাদিয়া ইউনিয়ন পরিষদের উদ্দোগে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল হালিম মাষ্টার। প্রধান অতিথির বক্তব্য রাখেন, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। বক্তব্য রাখেন বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী দেবদুতী নাথ, নবম শ্রেণীর শিক্ষার্থী আফসানা আলম প্রমুখ।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলায় শহিদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে নিরাপদ সড়ক এবং শিক্ষার্থীদের ৯দফা দাবিতে স্কুলের শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন চালিয়ে আসছে। সে আন্দোনল রাজপথে ক্রমেই তীব্র হয়।

রোববার (৫ আগস্ট) এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের ছুড়ে দেয়া নয় দফা দাবি মেনে নিয়ে বাস্তবায়ন করবেন বলে আশ্বস্ত করেন শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ায় এ কর্মসূচি আয়োজন করে মঘাদিয়া ইউনিয়ন পরিষদ।

এসময় উপস্থিত ছিলেন, আবুতোরাব বাজার কমিটির সহ-সভাপতি নিজাম উদ্দিন, আ’লীগ নেতা নিখিল চন্দ্র নাথ, ইউপি সদস্য আলাউদ্দিন, জয়নাল আবেদীন, মীর হোসেন, মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার, যুবলীগ নেতা, মোঃ রুবেল, আলমগীর আলম, মোঃ সেলিম, মোঃ রাজু প্রমুখ।

এম/টাইমস/এফ/এম

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*