
শীত আসছে, শীত আসছে, খুসির সীমা ছিলনা।
কোথায় গেল আজকে সেদিন, তার নেইতো তুলনা।
রসের তরে খেজুর গাছের, নাপিত এসে কাটত চুল।
এ শহরে তা দেখিনা, শহুরে জীবন মস্ত ভূল।
গুলতি নিয়ে বেরিয়ে যেতাম, রাত্রি যখন দুটো।
এক নিশানায় রসের হাঁড়ির, মাঝখানে ঠিক ফুঁটো।
আমন সেরা বিন্নি গোলায়, পাক বসাতাম সিন্নির।
খেজুর রসের গুড বানাতে, ব্যস্ততা সব গিন্নির।
আজকে কোথায় সেসব অতীত? সেসব অমর গল্প।
এ শহরে তার কিছু নেই, থাকলেও তা অল্প।
ভাঁপা পিঠার গন্ধে আহা! ঘুম থেকে রোজ উঠতাম।
পান্তা ভাতের থালা নিয়ে, রোদ পোহাতে দৌড়াতাম।
হায়রে শহর! মৃত শহর! যে যার কাজে ব্যস্ত।
কাজ শেষ’লে মেসে ফিরে, এক মুঠো ভাত গোস্ত।
সৈয়দ আজমল হোসেন
মিরসরাই প্রতিনিধি- চাটগাঁর বাণী।
প্রকাশনা সম্পাদক- মিরসরাই প্রেস ক্লাব।