
নিজস্ব প্রতিনিধি
দেশব্যাপী শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগীতায় চট্টগ্রাম জেলায় তৃতীয় হয়েছে মিরসরাইয়ের মহাজনহাট ফজলুর রহমান কলেজ। ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম শিশু একাডেমীতে এই প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বেতার ও টেলিভিশনের শিল্পী সুব্রত দাশ, আলা উদ্দিন তাহের, রনজিত বড়ুয়া। প্রতিযোগীতায় কলেজের ১২জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

কলেজের রাষ্ট্রবিজ্ঞান এর প্রভাষক নোমান মোঃ নিজাম উদ্দিন বলেন, শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগীতায় উপজেলায় প্রথম হয়ে আমরা জেলা পর্যায়ে অংশগ্রহন করেছি। জেলা পর্যায়ে তৃতীয় হয়েছি। আগামি আরো ভালো করবো ইনশাআল্লাহ। আমি মনে করে এটি একটি ভালো উদ্যোগ। শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া খুবই জরুরী।