নিজস্ব প্রতিনিধি…
নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সনেটের পিতা সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিক আহম্মদ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। সোমবার (২০ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি গত কয়েকদিন ধরে লিভারজনিত রোগে ভূগছিলেন।
সোমবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউসার খসরু। পরে নামাজে জানাযা শেষে কাটাছরা ইউনিয়নের উত্তর কাটাছরা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবুল হাসিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার রফিকুজ্জামান, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাচ্চু, কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, আওয়ামীলীগ নেতা শামীম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাইনুর ইসলাম রানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানারাত চৌধুরী বাবু,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, উত্তর জেলা ছাত্রলীগের সদস্য মেজবাহ উদ্দিন, ছাত্রলীগ নেতা আলাউদ্দিন হায়দার রাজু, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কাটাছরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক আইয়ুব নবী আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য শাহীন প্রমুখ।
মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।