নিজস্ব প্রতিবেদক::
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রুগীদের সেবা দিতে গিয়ে নিজেও শ্বাস কষ্টে ভুগে হাসপাতালে ভর্তি হয়েছেন ডা. এএসএম লুৎফুল কবির শিমুল। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগরের মেডিসিন বিশেষজ্ঞ ডা. লুৎফুল কবির শিমুল কলসালটেন্ট হিসেবে কয়েকদিন আগে থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে দায়িত্ব পালন করে আসছিলেন। ডাঃ লুৎফুল কবির মিরসরাই উপজেলার কাঁটাছরা ইউনিয়নের পশ্চিম কাঁটাছরা গ্রামের হেড মাষ্টার আবুল বশরের বাড়ীর বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা.রফিক উদ্দিন জানান, করোনা ভাইরাসের চিকিৎসা সেবা দেয়ার জন্য কিছুদিন আগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ডেপুটেশনে কাজ শুরু করেন ডা.লুৎফুল কবির শিমুল। চিকিৎসা দেয়ার মাঝেই গত দুই দিন পূর্বে শারীরিক অসুস্থতা ও শ্বাস কষ্ট দেখা দেয়ায় ভর্তি হতে হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। করোনা পরীক্ষা করে ফলাফল নেগেটিভ পাওয়া গেলেও উপসর্গ থাকায় তিনি বর্তমানে আইসোলেশনে রয়েছেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ডা. এএসএম লুৎফুল কবিরের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন সহকর্মিরা।
