সংস্কারপন্থি নেতা জেড এ খান আবারও সক্রিয়

এম মাঈন উদ্দিন…
মিরসরাইয়ে বিএনপির সংস্কারপনি’ নেতা জেড এ খান আবারও সক্রিয় হয়ে উঠেছেন। এলাকায় এসে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন। নিজ বাড়িতে দিয়েছেন মেজবান। বিশেষ করে সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংস্কারপনি’দের দলে ভেড়ানোর আশ্বাস দিলে তিনি সক্রিয় হয়ে উঠেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জেড এ খান বলেন, বর্তমানে বিএনপি সঠিক পথে এগুচ্ছে। আমি অতীতেও বিএনপির সাথে ছিলাম এখনও আছি। সবসময় নেতাকর্মীদের পাশে থাকবো।
শুক্রবার সকালে উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নে দক্ষিণ নাহেরপুর গ্রামে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জেড এ খানের বাড়িতে গিয়ে দেখা যায়, বিএনপির নেতাকর্মীদের ভিড়। আয়োজন করা হয় মেজবানের। সেখানে উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলে সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসূফ, চট্টগ্রাম মিরসরাই অ্যাসোসিয়েশনের সভাপতি তাহের আহম্মদ, বারইয়ারহাট পৌরসভার বিএনপি সমর্থিত চেয়ারম্যান জালাল আহম্মদ, মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক ফকির আহম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য বাহার, সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা আবুল কালাম আজাদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য দেলোয়ার হোসেন, বারইয়ারহাট পৌর যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আবছার মিয়াজি, যুবদল নেতা খোকনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা উপসি’ত ছিলেন।
জানা গেছে, ওয়ান ইলেভেনের সময় সারা দেশে বিএনপির অনেক নেতা দল প্রধানের সমালোচনা করে দল থেকে বের হয়ে যান। তারা দলের বিপক্ষে অবস’ান নেন। অনেকে অন্য দলে যোগ দেন। এদের মধ্যে মিরসরাইয়ের সন্তান বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব) জেড এ খান ও সাবেক এমপি এম এ জিন্নাহ উল্লেখযোগ্য। তারা দলের বিপক্ষে অবস’ান নিয়ে বিএনপির প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে সমালোচনা করে আলোচিত হন। জেড এ খান তখন বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়ার সাথে যোগ দেন। এদিকে এম এ জিন্নাহ বিএনপি থেকে বের হয়ে এলডিপিতে যোগ দেন।
চতুর্থ উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থী নুরুল আমিনের পক্ষে মাঠ পর্যায়ে কাজ করেছেন বিএনপির প্রভাবশালী নেতা জেড এ খান। ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেছেন। ফলে জয় এসেছে বিএনপির ঘরে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পর্যায়ের একাধিক নেতা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংস্কারপনি’দের আবারও দলে ভেড়ানোর সিদ্ধান্ত নিলে তারা নড়েচড়ে উঠে। ইতিমধ্যে তারা নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে করে বোঝা যায় তারা আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয় হচ্ছেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*