সবাই সাজঘরে ফিরলেন শূণ্য রানে, একজনই করেছে ১৬০ রান

ক্রীড়া ডেস্ক…

কল্পনাকেও যেন হার মানায়। এও সম্ভব।ধরুন, কোন দল ব্যাট করতে নেমে ১৬৯ রান করেছে। যার মধ্যে একজনই করেছে ১৬০ রান, তাও অপরাজিত। সেটা হতেই পারে। মেনেও নিলেন। কিন্তু যখন শুনবেন, বাকি সবাই শূন্য রানে ফিরেছেন সাজঘরে। তখন চোখ উল্টে যেতেই পারে।

অবিশ্বাস্য লাগলেও এমনটিই ঘটেছে দক্ষিণ আফ্রিকায়। প্রিটোরিয়ায় মেয়েদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এমন স্কোরে তাজ্জব সবাই।

টি২০ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ইস্টার্নসের বিরুদ্ধে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে এমপুমালাঙ্গা। দলের হয়ে শানিয়া-লি সোয়ার্ট অপরাজিত থেকেছেন ১৬০ রানে। বাকি সব ব্যাটসম্যানের রান শূন্য। অতিরিক্ত খাত থেকে এসেছে ৯ রান।

মজার বিষয় আছে আরও। ৮৬ বলে ১৬০ রান করেছেন সোয়ার্ট। এর মধ্যে চার ১৮টি, ছক্কা ১২টি।

এমন বিস্ময়কর ম্যাচে জিতেছে সোয়ার্টের দল ৪২ রানে। যেখানে বল হাতেও চমক দেখিয়েছেন সোয়ার্ট। ৪ ওভারে ২১ রানের বিনিময়ে বগলদাবা করেছেন দুটি উইকেট।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*