সমাজসেবায় অবদানের জন্য শেরে বাংলা পদক পেলেন আফছার চৌধুরী

নিজস্ব প্রতিনিধি

সমাজসেবায় অবদানের জন্য শেরে বাংলা এ্যওয়ার্ড পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আফছার হোসেন চৌধুরী। বৃহম্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচা আখতার ইমাম অডিটরিয়ামে ‘শেরে বাংলার জীবন ও কর্ম: আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সিকদার মকবুল হক। অনুষ্ঠান উদ্বোধন করেন ভাষা সৈনিক মোঃ রেজাউল করিম।
সংস্কৃতিজন এডভোকেট লুৎফুল আহসান বাবুর সভাপতিত্বে ও সাংবাদিক ইমদাদুল হক তৈয়বের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফরিদ খান।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে আফছার হোসেন চৌধুরী ব্যবসার পাশাপাশি সমাজসেবা করে যাচ্ছে। তিনি এলাকায় মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রেখে চলছেন। আফছার চৌধুরী মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের কয়লা গ্রামের সিরাজুল হক চৌধুরীর পুত্র।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*