নিজস্ব প্রতিনিধি
সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য মাদার তেরেসা পীস এ্যওয়ার্ড পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক, ধুমঘাট হাজ্বী চাঁনমিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর আহমেদ কোম্পানী। গত ১৩ আগষ্ট ঢাকার সেগুনবাগিচায় একটি রেষ্টুরেন্টে ‘মানবসেবায় মাদার তেরেসা’ শীর্ষক আলোচনা সভা শেষে এই পদক প্রদান করা হয়। বাংলাদেশ ইয়াং জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে ও মানবজীবন পত্রিকার সহযোগীতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন। সংগঠনের উপদেষ্টা কবি রাফেয়া আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। প্রধান আলোচক ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক কণা রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি এর্টনি জেনারেল ফরহাদ আহমেদ, নন্দিনী সাহিত্য ও পাঠচক্র’র প্রতিষ্ঠাতা সভাপতি সোলতানা রিজিয়া, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফরিদা মনি শহীদুল্লাহ, বাংলাদেশ ইয়াং জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ইমদাদুল হক তৈয়ব।
উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে জাফর আহমেদ কোম্পানী ব্যবসার পাশাপাশি সমাজসেবা করে যাচ্ছেন। তিনি শিক্ষাক্ষেত্রেও বিশেষ অবদান রেখেছেন। জাফর কোম্পানী মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী গ্রামের মৃত মজিবুল হক মিয়ার পুত্র।