নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে সাংবাদিকদের সাথে হোপ মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) মিরসরাই সদরস্থ হোপ মা ও শিশু হাসপাতালের মিলনায়তন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন হোপ মা ও শিশু হাসপাতালের পরিচালক, মিরসরাই পৌরসভার কাউন্সিলর শাখের ইসলাম রাজু, ব্যবস্থাপনা পরিচালক খালেদা আক্তার, ডাঃ রঞ্জন।
হাসপাতালের পরিচালক শাখের ইসলাম রাজু বলেন, বর্তমানে সিজারের কারনে মানুষ হাসপাতালের সেবা নেওয়া থেকে বিমুখ হচ্ছেন। ফলে সমাজে বিরূপ প্রভাব পড়ছে। স্বাস্থ্যখাত ও ডাক্তারদের উপর আস্থা হারাচ্ছে চিকিৎসা সেবা গ্রহীতারা। তাই আমরা এই হাসপাতালের বিশেষ প্রয়োজন ছাড়া সিজার করাবোনা। নরমাল ডেরিভারীতে বাচ্চা জন্মদানে মায়েদের সহযোগিতা ও চিকিৎসা নিশ্চিত করতে চাই। সাংবাদিকদের পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা করেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দিন কাশ্মীর। এসময় মিরসরাই প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
