সাইনিং স্কুলের চেয়ারম্যান সৈয়দ ইমাম উদ্দিন স্বস্ত্রীক হজ্বে গমনের উদ্দেশ্যে দোয়া কামনা

নিজস্ব প্রতিনিধিঃ

হ্জ্ব প্রত্যেক মুসলিম নর-নারীর জীবনে একবারই ফরজ হয়। মিরসরাই উপজেলার একমাত্র বাংলা ও ইংলিশ ভার্সন সাইনিং স্কুলের চেয়ারম্যান সৈয়দ ইমাম উদ্দিন ও তার স্ত্রী সৈয়দা রৌশন আক্তার পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে আগামী ১ আগষ্ট দেশ ত্যাগ করবেন। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর হয়ে তারা রওয়ানা করবেন এবং আগামী ১ সেপ্টেম্বর দেশে ফেরার বলে কথা রয়েছে। সৈয়দ ইমাম উদ্দিন বারইয়ারহাট সাইনিং স্কুলের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি পালন করছেন চিনকি আস্তানা মাজারের খাদেমের দায়িত্বও। সৈয়দ ইমাম উদ্দিনের ২ পুত্র ও ১ কন্যা সন্তানের পক্ষ থেকে হজ্বে গমনের উপলক্ষ্যে দোয়া কামনা করা হয়েছে।
সৈয়দ ইমাম উদ্দিনের পুত্র বারইয়ারহাট জেনারেল হাসপাতাল ও বারইয়ারহাট গ্রীণ টাওয়ারের পরিচালক সৈয়দ আলীম উদ্দিন, নিউ স্কাই লাইটের পরিচালক ছোট ছেলে সৈয়দ আজিম উদ্দিন এবং একমাত্র মেয়ে আমেরিকা প্রবাসী সৈয়দা তাজনুবা ইমাম জানান, বাবা ও মা পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাবেন আগামী ১ আগষ্ট। বিশেষ করে বাবা সৈয়দ ইমাম উদ্দিন দীর্ঘদিন যাবত সামাজিক কর্মকান্ড ছাড়াও কয়েকটি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করায় উনার অনেক শুভাকাঙ্খীদের সাথে হজ্বে যাওয়ার পূর্বে দেখা করা সম্ভব হচ্ছে না। তা্ই আমরা উনার পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করছি এবং মা ও বাবা যদি কাউকে কখনো মনে কষ্ট দিয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*