সাইফ ঝড়ে উড়ে গেল সিঙ্গাপুর

ক্রীড়া ডেস্ক…
অনূর্ধ্ব- ১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়েই এশিয়া কাপ মিশন শুরু করেছিল জুনিয়র টাইগাররা। নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে তারা।

শুক্রবার শ্রীলংকার গলেতে সিঙ্গাপুরকে জুনিয়র টাইগাররা হারিয়েছে ৭ উইকেটে।

টস হেরে ব্যাট পাওয়া সিঙ্গাপুর ২৫ দশমিক ৫ ওভারে মাত্র ৭০ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন ওপেনার রোহান।

বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন আবদুল হালিম ও নাঈম ইসলাম। এছাড়া সাখাওয়ত হোসেন দুটি ও ইয়াসিন আরাফাত একটি করে উইকেট তুলে নেন।

৭১ রানের জয়ের লক্ষ্যে শুরুতেই টাইগার অধিনায়ক সাইফ হাসান ঝড় তোলেন। তিনি মাত্র ১১ বলে দুটি বাউন্ডারি ও চারটি ছক্কায় করেন ৩৩ রান।

মূলত তার ঝড়ো ব্যাটিংয়ে ভর করেই বাংলাদেশ মাত্র ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। সাইফ ছাড়া ১৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ রাকিব।

সিঙ্গাপুরের পক্ষে আনাস ৩৪ রানে দুটি এবং রোহান ৭ রানে একটি উইকেট নেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*